কোয়ারেন্টাইনের ‘সুযোগে’ হরিণের দখলে রাস্তা

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ ১৪:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫ বার।

নভেল করোনাভাইরাসের ভয়ে মানুষ যখন ঘরবন্দী, তখন জাপানের একটি রাস্তায় দল বেঁধে নেমে পড়েছে হরিণ। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

রোয়ারিং আর্থ নামের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, খাবারের সন্ধানে হরিণগুলো পার্ক থেকে এভাবে রাস্তায় চলে আসে।

পার্কে অন্য সময়ে মানুষে ভর্তি থাকে। ভাইরাসের কারণে এখন ফাঁকা। মানুষ থাকলে তারা বিভিন্ন খাবার দেয়। তাতে হরিণদের দিন চলে যায়।

বাড়তি খাবার না পেয়ে মার্চের শুরু থেকে হরিণগুলো নিয়মিত রাস্তায় আসছে। পার্কের বেস্টনি পেরিয়ে কীভাবে এই প্রাণীগুলো রাস্তায় আসছে, সেটি ওই ওয়েবসাইটে পরিষ্কার করা হয়নি।