মুক্তির আগে আয় ৫৬০ কোটি, হিট হতে যা লাগবে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮ ১২:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

প্রি-রিলিজ বিজনেস রেকর্ড ৫৬০ কোটি! ভারতীয় সিনেমাগুলোর মধ্যে এ যাবৎকালের সর্বোচ্চ! হিট হতে ওয়ার্ল্ডওয়াইড ৭৫০-৮০০ কোটি গ্রোস কালেকশন লাগবে। বিগ চ্যালেঞ্জ! বহু নাটকের পর আগামীকাল রিলিজ পাচ্ছে। যারা বলিউডের খোঁজ খবর রাখেন তাদের নিশ্চয়ই বুঝহেত অসুবিধা হয়নি কোন ছবি নিয়ে কথা হচ্ছে। ২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে এস শঙ্কর পরিচালিত রজনীকান্ত- অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতিক্ষীত ‘২.০’। বলা হচ্ছে, এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি বাজেটের ছবি এটি।

ছবিটির নির্মাণ খরচ বাংলাদেশি টাকায় ৬২৯ কোটি ৪০ লাখেরও বেশি। ছবিটির পেছনে দু হাত ভরে টাকা খরচ করেছেন নির্মাতা এস. শঙ্কর।

এ ছবিতে বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল ইফেক্টের ব্যবহার দেখা যাবে।১৫ টিরও বেশি ভিজ্যুয়াল ইফেক্ট প্রতিষ্ঠান এ ছবির সঙ্গে কাজ করেছে। শেষমেশ ৯০০ –এরও বেশি ইফেক্টর দেখা যাবে এ ছবিতে।

‘২.০’ ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত, অ্যামি জ্যাকসন, অক্ষয় কুমার, শুধাংশু পান্ডে ও আদিল হুসেনসহ অনেকে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। ২০১০ সালের তামিল ‘এনথিরন’ ও বলিউডের ‘রোবট’ছবির সিক্যুয়েল এটি।

ছবির গল্পে ভিলেন ডাক্তার রিচার্ডের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। আর তার সুপার পাওয়ারের পাশে বিজ্ঞান প্রযুক্তি টিকতে পারছে না। এই সুপার পাওয়ারের উৎস হলো মোবাইল ফোন, যাকে হাতিয়ার করে পৃথিবীর বুকে ঘোর অন্ধকার নিয়ে ধেয়ে আসছে সে। বিজ্ঞানও যেখানে ব্যর্থ হলো সেখানে আশার আলো রজনীকান্ত অর্থাৎ ডাক্তার ভাসিকরণের রোবট চিট্টি। অবশেষে চিট্টিই এলো উদ্ধারে। কীভাবে সে এমন ভিলেনের হাত থেকে বাঁচাবে পৃথিবীর মানুষদের? কারণ এ ভিলেন কখনো মানুষরূপী তো কখনো বাজপাখি তো আবার কখনো ফোন দিয়ে তৈরি সেনাবাহিনী।