দ্রব্যমূল্য বেশি দামে বিক্রি

বগুড়ার শাজাহানপুরে ৫ ব্যবসায়ীর ১৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২০ ১৪:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৬ বার।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বগুড়ার শাজাহানপুরে পরিচালিত ভ্রাম্যমান আদালত ৫ ব্যবসায়ীর ১৮ হাজার টাকা জরিমানা করেছেন।
শনিবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে উপজেলার দুবলাগাড়ী হাটে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে দুবলাগাড়ী হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: মাহমুদা পারভীন। এ সময় মূল্য তালিকা না থাকা, পন্যের মূল্য বৃদ্ধি করার দায়ে ৫ ব্যবসায়ীর ১৮ হাজার টাকা জরিমানা করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন দুরুলিয়া গ্রামের সেলিমের ২ হাজার টাকা, একই  গ্রামের সাদেকুলের ৩ হাজার টাকা, চোপীনগর গ্রামের মুক্তার হোসেনের ১ হাজার টাকা, বিলকেশপাথার গ্রামের বাবু মিয়ার ৫ হাজার টাকা এবং ঘাষিড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ৭ হাজার টাকা।  অপরদিকে বিদেশ ফেরত ২ ব্যক্তি কোয়ারেণ্টাইনের নির্দেশনা মানছেন কিনা এবিষয়ে তাদের বাড়িতে গিয়ে শনিবার খোঁজ খবর নেন ইউএনও মোছা: মাহমুদা পারভীন।