করোনা সংকট: ২ মাসের ভাড়া মওকুফ হাজারিবাগের বাড়িওয়ালার

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ ১৪:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

মহামারি করোনা সংকট মোকাবিলায় পাঁচ নিম্নবিত্ত পরিবারের বাসা ভাড়া মওকুফ করেছেন রাজধানীর হাজারিবাগের এক বাড়িওয়ালা। তার নাম দিলরূবা রহমান (৫৪)।

জানা গেছে, হাজারিবাগের বেড়িবাঁধের ভুইয়া স্টেটে অবস্থিত ওই বাড়িতে নিম্মবিত্ত পাঁচ পরিবার বসবাস করে আসছেন। যারা ব্যক্তিগত গাড়ির চালক, দিনমজুর, রঙমিস্ত্রীর কাজ করেন। 

বিশ্বজুড়ে করোনা মহামারি আকারে দেখা দিয়েছে। বাংলাদেশেও এ পর্যন্ত করোনায় দুই ব্যক্তি মারা গেছেন। বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনসমাগম। করোনার ভয়াবহতা নিয়ে শঙ্কা আছে সবার মনে। অনেকেই আগাম খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে রাখছেন। এ পরিস্থিতিতে দুই মাসের বাসা ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেন দিলরূবা রহমান। 

তার ছেলে মহিব রহমান এসব তথ্য জানিয়ে বলেন, করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে নিম্নবিত্তের মানুষদের সংকটটা বেশি। বাসা ভাড়া মওকুফ করায় যদি তাদের কিছু উপকার হয়, সে জন্য মা এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অন্যদেরও এভাবে এগিয় আসার আহ্বান জানান।