বাংলাদেশে থেকে পোশাক নেওয়া বন্ধ করেছে বিদেশিরা

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ ১৪:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬১ বার।

সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে বিদেশি ক্রেতারা বাংলাদেশে থেকে পোশাকের শিপমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর প্রথম সহসভাপতি মো. বাতেন বলেন, ১৮ মার্চ থেকে যত শিপমেন্ট ছিল তা বন্ধ রাখা হয়েছে। আমাদের সঙ্গে ক্রেতাদের সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়। খবর দেশ রুপান্তর।

অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহুর আহমেদ বলেন, ইতালি, স্পেন, ফ্রান্সের সঙ্গে তাদের ২ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল হয়েছে।

এদিকে শনিবার বিকেলে পোশাক কারখানায় করোনা প্রভাবসহ নানা বিষয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর মন্নুজান সুফিয়ানসহ সংশ্লিষ্টদের সঙ্গে এসব নিয়ে বৈঠক হচ্ছে। এ প্রেক্ষিতে কারখানা বন্ধ থাকবে কি না তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।