সিলেটে করোনা আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ ০৫:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৪ বার।

সিলেটে লন্ডনফেরত এক প্রবাসী নারী মারা গেছেন। তিনি হাসপাতালে আইসোলেশনে ছিলেন।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, ওই নারী ৪ থেকে ৫ দিন আগে লন্ডন থেকে দেশে ফেরেন। এরপর অসুস্থ হয়ে পড়লে গত ২০ মার্চ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে সেখানে তিনি মারা যান। তার দেহে করোনাভাইরাস আছে কিনা তা শনাক্তে, আজ পরীক্ষা করার কথা ছিল বলেও জানান সিভিল সার্জন।  

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল আরো বলেন, ২০ মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই নারীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়। আজ রোববার ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।