লকডাউন’ নিয়ে সাঈদ খোকনের দাবি নাকচ ডব্লিউএইচও’র

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ ০৬:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৩ বার।

করোনাভাইরাস কার্যকরভাবে মোকাবিলার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দিয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের দাবি নাকচ করে দিয়েছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও’র কান্ট্রি অফিসের কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া রিলেশনস অফিসার ক্যাটালিন বেরকারু সংস্থাটির এ অবস্থানের কথা জানান।

তিনি দাবি করেন, ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠককালে ডব্লিউএইচও ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দেয়নি।

তিনি বলেন, নিজেদের ও জনগণের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো যোগাযোগের জন্য কার্যকর বেশ কয়েকটি বিকল্প পদক্ষেপের বিষয়ে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

এর আগে শনিবার মেয়র সাঈদ খোকন দাবি করেছিলেন, করোনাভাইরাস কার্যকরভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে আংশিক বা সম্পূর্ণ লকডাউনের মতো সামাজিক দূরত্বের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিওএইচও।

শনিবার তার বনানীর বাসভবনে ডব্লিউএইচও’র বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জং রানার নেতৃত্বে সংস্থাটির একটি দল বৈঠক করে।

বাংলাদেশে শনিবার পর্যন্ত নভেল করোনাভাইরাস সৃষ্ট কভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। আর এই রোগে মারা গেছেন দুজন।