সরকারি নির্দেশ অমান্য: বগুড়ায় কোচিং সেন্টারসহ দুই ব্যক্তিকে জরিমানা

আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২০ ০৯:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২২ বার।

বগুড়ার আদমদীঘির সান্তাহারে কোচিং সেন্টার খোলা রাখা ও হোম কোয়ারেন্টাইন অমান্য করার দায়ে দুই ব্যক্তির জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  শনিবার বিকেলে সান্তাহার পোষ্ট অফিস পাড়ায় কোচিং সেন্টার ও প্রবাসির বাসায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্ব এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, সরকারি বিধি নিষেধ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় নওগাঁর সাহাপুর গ্রামের খায়রুজ্জামানের ছেলে শিক্ষক শাকিল হোসেন (৩০) কে ৩ হাজার টাকা ও হোম কোয়ারেন্টাইন অমান্য করায় বশিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে দেশে ফেরৎ সাইদুল ইসলাম (৩৫) এর ২ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।

উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, সরকারি নির্দেশমতে কোচিং সেন্টার খোলা রাখা কিংবা প্রবাসিরা হোম' কোয়ারেন্টাইন অমান্য করলে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে সকলকে করোনাভাইরাস থেকে সুরক্ষা থাকতে পরামর্শ দেন।