বগুড়ার আদমদীঘিতে হোম কোয়ারেন্টাইনে ৭১জনের মধ্যে ২৪ জনের ছাড়পত্র

আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২০ ০৯:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিদেশফেরৎ ৭১জন পুরুষ ও নারীকে করোনাভাইরাস সনাক্তের জন্য হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষনে রাখা হলেও ২৪জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত না হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ৪৭ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে নিয়ন না মানায় রোমান দেশ থেকে ফেরৎ উথরাইল গ্রামের হেলাল উদ্দিনকে পুলিশ হেফাজতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কমৃকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান জানান, বিশ্বব্যাপি করোনাভাইরাস আক্রান্ত নিয়ে ব্যাপক তোড়জোড় চলছে। এ নিয়ে বাংলাদেশেও রয়েছে আতংক সেই আলোকে সরকারি নির্দেশমতে বগুড়ার আদমদিঘীতেও বিদেশফেরৎ প্রবাসিদের হোম কোয়ারেন্টাইনে রাখা শুরু করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ পর্যন্ত বিদেশফেরৎ ৭১জন পুরুষ ও নারীকে হোম কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষন করা হয়। এরমধ্যে রোববার পর্যন্ত ২৪জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত না হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। যারাই বিদেশ থেকে ফিরছেন তাদের হোম কোয়ারেন্টাইনে ১৪দিন থাকার বাধ্যতামূলক পরামর্শ দেয়া হচ্ছে।