নওগাঁয় প্রতিবন্ধী কিশোর বলাৎকারের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২০ ১০:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের মালঞ্চি গ্রামে প্রতিবন্ধী এক কিশোর (১৫) বলাৎকারের শিকার হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ওই ঘটনায় জড়িত ব্যাক্তি আসাব আলী (৫৫)কে গ্রেফতার করে শনিবার বিকেলে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত আসাব আলী ওই গ্রামের মৃত কান্দু শেখের ছেলে বলে পুলিশ জানিয়েছেন।
ভিকটিমের আথির্ক অসচ্ছলতার কারনে ওই গ্রামের ফারুক হোসেনের বাড়িতে বসবাস করে আসছিল। গত ৪ মার্চ আসাব আলী ওই প্রতিবন্ধী কিশোরকে নানা প্রলোভন দিয়ে দুপুরের দিকে ভিকটিমের মামা বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে বলাৎকার করে। এ বিষয়টি নিযে গ্রামে আপোষ মিমাংসা করার নামে সময ক্ষেপন করতে থাকে। এদিকে  ভিকটিমের মামা ফারুক হোসেন বাক্ষ্মনবাড়িয়াতে চাকুরি করার কারনে তার আসতে বিলম্ব ঘটে। পরে গত শনিবার আসাব আলীকে আসামী করে ফারুক হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। 
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, থানায় এজাহার পাওয়া মাত্র এ ঘটনার মামলা গ্রহন করে তাৎক্ষণিক আসাব আলীকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।