২৪ ঘন্টায় নতুন ৩৮জন

বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে ৪৪৩জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ মার্চ ২০২০ ১২:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭০ বার।

বগুড়ায় নতুন করে আরও ৩৮জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৪৭৬জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগ। তবে এর মধ্যে ৩৩ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় মোট ৪৪৩জন এখন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। তবে এদের সবাই সুস্থ আছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সূত্র জানায়, রোববার বিকেল ৫টা পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ৩৮জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে আদমদিঘী উপজেলায় ০৪ জনকে, শাজাহানপুরে ০৫জনকে, কাহালুতে ০৫জনকে, সারিয়াকান্দিতে ০৫জন, ও সদরে ০২জনকে, গাবতলীতে ০৬জনকে,শিবগঞ্জে ০৫জনকে,সোনাতলায় ০১জনকে, নন্দীগ্রামে ০২জনকে, ধুনটে ০১জনকে এবং শেরপুরে ০২জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 
এর আগের দিন শনিবার  বিকেল ৫টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৪০৬ জনকে রাখা হয়। 
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর বগুড়ায় গত ১১ মার্চ থেকে ২১ মার্চ বিকেল পর্যন্ত সৌদি আরব, সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ইটালী, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা এবং প্রতিবেশী দেশ ভারত ফেরত ৪০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।তবে এদের সবাই সুস্থ্য আছে বলে জানিয়েছে বগুড়া স্বাস্থ্য বিভাগ। 
স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ায় ৪৪৩ জনের মধ্যে সারিয়াকান্দিতে ১৫জন, সোনাতলায় ১২জন, শিবগঞ্জে ১১২, আদমদিঘীতে ৫১জন, কাহালুতে ২৬জন, নন্দীগ্রামে ৩৮জন, শেরপুরে ০৪জন, ধুনটে ১৬জন, সদরে ২৪জন, গাবতলীতে ৩৯জন, দুপচাচিয়ায় ৮৮জন এবং শাহজাহানপুরে ১৮জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।