বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের উদ্যোগে 'বঙ্গবন্ধু পাঠশালার' যাত্রা শুরু

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪২৪ বার।

বগুড়ায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ‘বঙ্গবন্ধু পাঠশালা’ নামের ভাসমান বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি আজিজুল হক কলেজের ক্যাম্পাসে ওই বিদ্যালয়ের উদ্বোধন করেন কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ। একই সাথে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে শিশুদের  ক্লাসের বই,খাতা,পেন্সিল সহ যাবতীয় উপকরণ বিতরণ এবং  নিজেই ক্লাস নেওয়ার মধ্য দিয়ে  আনুষ্ঠানিক পাঠদানেরও সূচনা করেন ।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে  গড়ে তোলা ওই  পাঠশালা সম্পর্কে আব্দুর রউফ পুণ্ড্রকথাকে বলেন, ‘আমাদের উদ্দেশ্য কলেজ ক্যাম্পাসের আশেপাশের সুবিধাবঞ্চিত  শিশুদের  আর নিরক্ষর না রাখা । এজন্যই আমরা 'বঙ্গবন্ধু পাঠশালা' গড়ে তুলেছি।' তিনি আরও জানান, কলেজ ছাত্রলীগের কর্মীদের দিয়ে প্রতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১টা হতে দুপুর ১২ টা পর্যন্ত শিশুদের পাঠদান করা হবে এবং পড়তে আসা প্রত্যেক   শিশুদের টিফিনের ব্যবস্থা করাও হবে।

এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সদস্যদের মধ্যে  অনন্যা পাবুনী, আব্দুল আউয়াল, মেহেরুন্নেসা ইতি প্রমুখ উপস্থিত ছিলেন।