করোনার বিরুদ্ধে লড়তে ইতালির পথে কিউবার চিকিৎসক দল

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৪ বার।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে ইতালিতে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের একটি দল পাঠাচ্ছে কিউবা।

এবারই প্রথম ইতালিতে ৫২ সদস্যের শক্তিশালী একটি দল পাঠাচ্ছে কিউবা। নভেল করোনাভাইরাস মোকাবিলায় এ নিয়ে কিউবার ষষ্ঠ মেডিকেল ব্রিগেড অন্য কোনো দেশের উদ্দেশ্যে রওনা হল। এর আগে দেশটি ভেনেজুয়েলা, নিকারাগুয়ার পাশাপাশি জ্যামাইকা, সুরিনাম ও গ্রেনাদাতেও চিকিৎসক দল পাঠিয়েছে। খবর রয়টার্সের

শনিবার ইতালির উদ্দেশে রওনা হওয়ার আগে ৬৮ বছর বয়সী চিকিৎস লিওনার্দো ফার্নান্দেজ বলেন, আমরা সবাই বেশ ভীত, কিন্তু আমাদের বিপ্লবী দায়িত্ব আছে, তাই আমরা আমাদের ভয়কে একপাশে সরিয়ে রেখেছি। 

ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দাপিয়ে বেড়াচ্ছে ইতালিতে; এর মধ্যে দেশটির লমবার্দি অঞ্চলের অবস্থাই সবচেয়ে খারাপ।

শনিবার একদিনেই অঞ্চলটিতে ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত লমবার্দিতে মৃতের সংখ্যা তিন হাজার ৯৫-তে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির সমাজকল্যাণ বিভাগের প্রধান গিউলিও গালেরা।

১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের পর থেকেই বিশ্বজুড়ে বিশেষ করে দরিদ্র দেশগুলোর দুর্যোগ মোকাবেলায় ক্যারিবীয় এ দ্বীপদেশটি প্রায়ই তাদের ‘সাদা পোশাকের বাহিনী’ পাঠিয়ে আসছে।

হাইতিতে কলেরা এবং ২০১০ সালের দিকে পশ্চিম আফ্রিকায় ইবোলার বিরুদ্ধে লড়াইয়েও দেশটির চিকিৎসকরা সামনের কাতারে ছিলেন।