মাধবপুরে খাৎনা অনুষ্ঠান করায় ১০ হাজার টাকা জরিমানা

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ ১৮:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৮ বার।

হবিগঞ্জের মাধবপুরে কমলপুর গ্রামে ঘটা করে ছেলের সুন্নতে খৎনা করায় ভ্রাম্যমাণ আদালত ছেলের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। খবর যুগান্তর অনলাইন

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধ অমান্য করে ওই গ্রামের কামাল মিয়া গরু জবাই করে কয়েকশ' লোকের খাবারের আয়োজন করেন।

খবর পেয়ে রোববার দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ওই গ্রামে গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন।

জানা গেছে, কমলপুর গ্রামের কামাল মিয়া তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলের ঘটা করে খৎনা করার খবরটি প্রশাসন পূর্বে অবগত হয়ে অনুষ্ঠান না করার নির্দেশ দেন। কিন্তু কামাল মিয়া প্রশাসনের নির্দেশ অমান্য করে গরু জবাই করে বাড়িতে প্যান্ডেল বানিয়ে ছেলের খৎনার আয়োজন করেন। এতে কয়েকশ' লোকের সমাগম হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার কমলপুর গ্রামে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে এবং প্যান্ডেল খোলার নির্দেশ দেন।

অনুষ্ঠানে কয়েকজন জনপ্রতিনিধিসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিকে দেখে সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিস্মিত হন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যান।

কারোনাভাইরাসের কারণে সরকার সারা দেশে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, ধর্মীয় অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।