করোনা আতঙ্কে লটারির টিকিটে কোটিপতি শ্রমিক

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ ১৮:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮২ বার।

করোনাভাইরাসের আতঙ্কে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছিলেন পশ্চিমবঙ্গের কাঠমিস্ত্রি ইজারুল। কিন্তু লটারির টিকিটে কোটি টাকা জিতে এই দুর্দিনে চিন্তামুক্ত হলেন তিনি।

সংবাদ প্রতিদিন জানায়, ভারতে মহারাষ্ট্র ও কেরালা রাজ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। কেরালা রাজ্য কর্তৃপক্ষ সংক্রমণ রোধে সবকিছু বন্ধ করে দিয়েছে। এতে বেকার হয়ে পড়েন ইজারুল। এমন অবস্থায় গত শনিবার পশ্চিমবঙ্গে মির্জাপুরে বাড়িতে ফিরে আসেন তিনি।

বাড়িতে কর্মহীন হয়ে হতাশায় দিন কাটছিল তার। ফলে ভাগ্য পরীক্ষা করতে কাটেন লটারির টিকিট। সেই টিকিটে তিনি কোটি টাকা জিতে নেন।  

কেরালায় কাঠের কাজ করে ইজারুল প্রতিদিন হাজার থেকে বারোশো রুপি উপার্জন করতেন। তবে করোনা আতঙ্কে তিনি বাড়ি ফিরলেও খুশি হয়েছিল পরিবার। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে দুশ্চিন্তায় ছিলেন এই যুবক। সন্তানদের মুখে কী তুলে দেবেন সেটিই ভাবছিলেন। কিন্তু লটারির টিকিটে শুধু অভাবই ঘুচল না, কোটিপতি হয়ে গেলেন।