শুরু হচ্ছে সৌদি আরবে ২১ দিনের কারফিউ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ ০৫:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১ বার।

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৪ হাজার ৬৫৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এছাড়াও এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩। অপরদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৮৮৪ জন। এরইমধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১১ জন।

এদিকে, সোমবার সন্ধ্যা থেকে করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবে কারফিউ জারি হচ্ছে। রবিবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এই কারফিউয়ের আদেশ দেন। প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে।