ত্বকের শুষ্কতা দূর করে কলার ফেসপ্যাক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮ ১৫:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৮ বার।

শীত এলেই বাড়ে ত্বকের রুক্ষতা। এ সময় ত্বকের নিয়মিত যত্ন নিতে পারেন কলার ফেসপ্যাকের সাহায্যে। জেনে নিন ৪ ধরনের ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।


কলা ও মাখন
একটি পাকা কলা চটকে নিন। লবণহীন মাখন ফেটে নিন। কলারসঙ্গে ২ টেবিল চামচ মাখন মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিহি পেস্ট ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
গোলাপ, দুধ ও কলা
১টি পাকা কলা ব্লেন্ড করে ২ টেবিল চামচ কাঁচা দুধ মেশান। ১ টেবিল চামচ মাখন ও কয়েকটি গোলাপের পাপড়ি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
মধু, কলা ও ভিটামিন ই
একটি পাকা কলা ব্লেন্ড করে নিন। ১টি ই ক্যাপসুলের তেল ও ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
কলা ও টক দই
১টি পাকা কলা ও ২ টেবিল চামচ টক দই একসঙ্গে ব্লেন্ড করে নিন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই