করোনায় সংক্রমণ ও মৃত্যুর তালিকা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ ০৭:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৮ বার।

গত বছরের ডিসেম্বরে প্রথম চীনে শনাক্ত হয় করোনা ভাইরাস বা কোভিড-১৯। তিন মাসেরও কম সময়ে এটি এখন বিশ্ব মহামারি। ইতোমধ্যে ১৯২টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। মারা গেছেন ১৪ হাজার ৬৩৮ জন। এর মধ্যে ইউরোপের দেশগুলোতে মারা গেছেন ৫ হাজারের বেশি।

করোনা আক্রান্ত দেশ, সংক্রমণ ও মৃতের সংখ্যা যথাক্রমে;

বাংলাদেশ: সংক্রমণ ২৭, মৃত্যু ২।
আফগানিস্তান: সংক্রমণ ৩৪, মৃত্যু ১।
আলবানিয়াধ: সংক্রমণ ৭৭, মৃত্যু ২।
আলজেরিয়া: সংক্রমণ ১৩৯, মৃত্যু ১৫।
অ্যান্দোরা: সংক্রমণ ৮৮।
অ্যাঙ্গোলা : সংক্রমণ ২।
অ্যান্টিগুয়া এন্ড বার্বুডা: সংক্রমণ ১।
আর্জেন্টিনা : সংক্রমণ ১৫৮, মৃত্যু ৪।
আর্মেনিয়া: সংক্রমণ ১৯০।
অস্ট্রেলিয়া: সংক্রমণ ৩,০২১; মৃত্যু ৮।
আজারবাইজান: সংক্রমণ ৫৩, মৃত্যু ১।
বাহামা: সংক্রমণ ৪।
বাহরাইন: সংক্রমণ ৩১০, মৃত্যু ১।
বারবাডোস: সংক্রমণ ১৪।
বেলারুশ: : সংক্রমণ ৭৫।
বেলজিয়াম: সংক্রমণ ২,৮১৫; মৃত্যু ৬৭।
বেনিন: সংক্রমণ ২।
ভুটান: সংক্রমণ ২।
বলিভিয়া: সংক্রমণ ১৯।
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়া: সংক্রমণ ৯৩, মৃত্যু ১।
ব্রাজিল: সংক্রমণ ১,১৭৮; মৃত্যু ১৮।
ব্রুনাই: সংক্রমণ ৮৩।
বুলগেরিয়া: সংক্রমণ ১৬৩, মৃত্যু ১৮।
বুরকিনি ফাসো: সংক্রমণ ৬৪, মৃত্যু ১।
কম্বোডিয়া: সংক্রমণ ৫৩।
ক্যামেরুন: সংক্রমণ ৪০।
কানাডা: সংক্রমণ ১,৩৮৮; মৃত্যু ১৯।
কেপ ভেরডে: সংক্রমণ ৩।
কেইমেন আইল্যান্ড: সংক্রমণ ৩, মৃত্যু ১।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক : সংক্রমণ ৩।
চাঁদ: সংক্রমণ ১।
চিলি : সংক্রমণ ৫৩৭, মৃতু ১।
চীন: সংক্রমণ ৮১,০০৮; মৃত্যু ৩,২৬৫।
কলম্বিয়া: সংক্রমণ ২১০, মৃত্যু ১।
কঙ্গো: সংক্রমণ ৩।
কোস্টা রিকা: সংক্রমণ ১১৭, মৃত্যু ২।
ক্রোয়েশিয়া: সংক্রমণ ২০৬, মৃত্যু ১।
কিউবা: সংক্রমণ ২১, মৃত্যু ১।
সাইপ্রাস: সংক্রমণ ৮৪, মৃত্যু ১।
চেক রিপাবলিক: সংক্রমণ ১০৪৭, মৃত্যু ১।
কঙ্গো: সংক্রমণ ২৩, মৃত্যু ১।
ডেনমার্ক: সংক্রমণ ১,৪২০; মৃত্যু ১৩।
জিবুতি: সংক্রমণ ১।
ডোমিনিকান রিপাবলিক : সংক্রমণ ১১২, মৃত্যু ৩।
পূর্ব তিমুর: সংক্রমণ ১।
ইকুয়েডর: সংক্রমণ ৫৩২, মৃত্যু ৭।
মিশর: সংক্রমণ ২৯৪, মৃত্যু ১০।
এল সালভাদর: সংক্রমণ ৩।
গিনি: সংক্রমণ ৬।
ইরিত্রিয়া: সংক্রমণ ১।
এস্তোনিয়া: সংক্রমণ ৩০৬।
এসওয়াতিনি: সংক্রমণ ১।
ইথিওপিয়া: সংক্রমণ ৯।
ফিজি: সংক্রমণ ২।
ফারো আইল্যান্ড: সংক্রমণ ৪৭।
ফিনল্যান্ড: সংক্রমণ ৫৯৪।
ফ্রান্স: সংক্রমণ ১৬,০৮১; মৃত্যু ৫৬২।
ফ্রেন্স গুয়েনা: সংক্রমণ ১৮।
গ্যাবোন: সংক্রমণ ৫, মৃত্যু ১।
গাম্বিয়া: সংক্রমণ ১।
জর্জিয়া: সংক্রমণ ৫৪।
জার্মানি: সংক্রমণ ২৩,১২৯; মৃত্যু ৯২।
ঘানা: সংক্রমণ ২১, মৃত্যু ১।
গ্রিস: সংক্রমণ ৫৩০, মৃত্যু ১৩।
গুয়েতেমালা: সংক্রমণ ১৭, মৃত্যু ১।
গিনি: সংক্রমণ ৬।
গায়ানা: সংক্রমণ ৭, মৃত্যু ১।
হাইতি: সংক্রমণ ২।
হন্ডুরাস : সংক্রমণ ২৬।
হাঙ্গেরি: সংক্রমণ ১৩১, মৃত্যু ৪।
আইল্যান্ড: সংক্রমণ ৪৭৩, মৃত্যু ১।
ইন্ডিয়া: সংক্রমণ ৩৩২, মৃত্যু ৫।
ইন্দোনেশিয়া: সংক্রমণ ৫১৪, মৃত্যু ৪৮।
ইরান: সংক্রমণ ২১,৬৩৮; মৃত্যু ১,৬৮৫।
ইরাক: সংক্রমণ ২১৪, মৃত্যু ১৭।
আয়ার‌্যান্ড: সংক্রমণ ৭৮৫, মৃত্যু ৩।
ইসরাইয়েল: সংক্রমণ ৮৮৩, মৃত্যু ১।
ইতালি: সংক্রমণ ৫৯,১৩৮; মৃত্যু ৫,৪৭৬।
আইভরি কোস্ট: সংক্রমণ ১৪।
জ্যামাইকা: সংক্রমণ ১৬, মৃত্যু ১।
জাপান: সংক্রমণ ১,০৫৫; মৃত্যু ৩৫।
জর্ডান: সংক্রমণ ১১২।
কাজাখস্থান: সংক্রমণ ৫৭।
কেনিয়া: সংক্রমণ ৭।
কসোভো: সংক্রমণ ৩১, মৃত্যু ১।
কুয়েত: সংক্রমণ ১৭৬।
কিরগিস্তান: সংক্রমণ ১৪।
লাটভিয়া: সংক্রমণ ১২৪।
লেবানন: সংক্রমণ ২৩০, মৃত্যু ৪।
লাইবেরিয়া: সংক্রমণ ৩।
লিচেনস্টেইন: সংক্রমণ ৩৭।
লিথুয়ানিয়া: সংক্রমণ ১০৫, মৃত্যু ১।
লুক্সেম্বার্গ: সংক্রমণ ৬৭০, মৃত্যু ৮।
মাদাগাস্কারা: সংক্রমণ ৩।
মালয়েশিয়া: সংক্রমণ ১,৩০৬; মৃত্যু ১০।
মালদ্বীপ: সংক্রমণ ১৩।
মালটা: সংক্রমণ ৭৩।
মৌরিতানিয়া: সংক্রমণ ২।
মৌরিশাস: সংক্রমণ ১৪, মৃত্যু ১।
মেক্সিকো: সংক্রমণ ২৫১, মৃত্যু ১।
মলদোভা: সংক্রমণ ৮০, মৃত্যু ১।
মোনাকো: সংক্রমণ ১১।
মঙ্গোলিয়া: সংক্রমণ ১০।
মন্টিনিগ্রো: সংক্রমণ ১৬।
মরোক্কো: সংক্রমণ ৯৬, মৃত্যু ৩।
নামিবিয়া: সংক্রমণ ৩।
নেপাল: সংক্রমণ ১।
নেদারল্যান্ড: সংক্রমণ ৩,০০৩৬৪৩; মৃত্যু ১৭৯।
নিউজিল্যান্ড: সংক্রমণ ৬৬।
নিকারাগুয়ে: সংক্রমণ ২।
নাইজার: সংক্রমণ ১।
নাইজেরিয়া: সংক্রমণ ২২।
নর্থ ম্যাকেডোনিয়া: সংক্রমণ ৮৬।
নরওয়ে: সংক্রমণ ২,২১৬; মৃত্যু ৭।
ওমান: সংক্রমণ ৫২।
পাকিস্তান: সংক্রমণ ৭৩৩, মৃত্যু ৩।
প্যালেস্টাইন: সংক্রমণ ৫৯ (গাজা ২)।
পানামা: সংক্রমণ ২৪৫, মৃত্যু ৩।
পাপুয়া নিউগিনি: সংক্রমণ ১।
প্যারাগুয়ে: সংক্রমণ ২২, মৃত্যু ১।
পেরু: সংক্রমণ ৩১৮, মৃত্যু ৫।
ফিলিপিন্স: সংক্রমণ ৩৮০, ২৫ মৃত্যু।
পোল্যান্ড: সংক্রমণ ৫৩৬, মৃত্যু ৫।
পর্তুগাল ১,২৮০; মৃত্যু ১২।
কাতার: সংক্রমণ ৪৮১।
রোমানিয়া: সংক্রমণ ৩৬৭, মৃত্যু ১।
রাশিয়া: সংক্রমণ ৩০৬, মৃত্যু ১।
রুয়ান্ডা: সংক্রমণ ১৭।
সেইন্ট লুসিয়া: সংক্রমণ ২।
সেইন্ট ভিনস্টে: সংক্রমণ ১।
সান মেরিনো: সংক্রমণ ১৬০, মৃত্যু ২০।
সৌদি আরব ৫১১।
সেনেগাল: সংক্রমণ ৫৬।
সার্বিয়া: সংক্রমণ ১৮৮, মৃত্যু ১।
সিসিলাস: সংক্রমণ ৭।
সিঙ্গাপুর: সংক্রমণ ৪৫৫, মৃত্যু ২।
স্লোভাকিয়া: সংক্রমণ ১৭৮, মৃত্যু ১।
স্লোভেনিয়া: সংক্রমণ ৩৮৩, মৃত্যু ১।
সোমালিয়া: সংক্রমণ ১।
সাউথ আফ্রিকা: সংক্রমণ ২৪০।
সাউথ কোরিয়া: সংক্রমণ ৮,৮৯৭; মৃত্যু ১০২।
স্পেইন: সংক্রমণ ২৮,৫৭২; মৃত্যু ১,৭২০।
শ্রিলঙ্কা: সংক্রমণ ৭৭।
সুদান: সংক্রমণ ২, মৃত্যু ১।
সুরিনাম: সংক্রমণ ৫।
সুইডেন: সংক্রমণ ১,৭৭০; মৃত্যু ২০।
সুইজারল্যান্ড: সংক্রমণ ৬,৬৫২; মৃত্যু ৮০।
সিরিয়া: সংক্রমণ ১।
তাইওয়ান: সংক্রমণ ১৫৩, মৃত্যু ২।
তানজানিয়া: সংক্রমণ ৬।
থাইল্যান্ড: সংক্রমণ ৫৯৯, মৃত্যু ১।
টোগো: সংক্রমণ ১৬।
ত্রিনিদাদ এন্ড টোবাগো: সংক্রমণ ৪৯।
তিউনিশিয়া: সংক্রমণ ৬০, মৃত্যু ৩।
তুরস্ক: সংক্রমণ ১২৫৬, মৃত্যু ৩০।
উগান্ডা: সংক্রমণ ১।
ইক্রেইন: সংক্রমণ ৪৭, মৃত্যু ৩।
আরব আমিরাত: সংক্রমণ ১৫৩, মৃত্যু ২।
যুক্তরাজ্য: সংক্রমণ ৫,০৬৭: মৃত্যু ২৩৩।
যুক্তরাষ্ট্র: সংক্রমণ ২৬,৭৪৭: মৃত্যু ৩৪০।
উরুগুয়ে: সংক্রমণ ১৩৫।
ইজবেকিস্তান : সংক্রমণ ৪৩।
ভ্যাটিক্যান সিটি: সংক্রমণ ১।
ভেনেজুয়েলা: সংক্রমণ ৭০।
ভিয়েতনাম: সংক্রমণ ১১৩।
জাম্বিয়া: সংক্রমণ ২।
জিম্বাবুয়ে: সংক্রমণ ৩।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত সর্বশেষ তথ্য।