করোনায় আক্রান্ত একজন ডাক্তার, দুজন নার্স

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ ১১:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২১ বার।

এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে তিনজন স্বাস্থ্যমর্কী বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। এদের মধ্যে একজন চিকিৎসক এবং তিনজন নার্স।

সোমবার (২৩ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে একজন আমাদের স্বাস্থ্যকর্মী রয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্ত স্বাস্থকর্মীর সংখ্যা ৩ জন। এরমধ্যে একজন চিকিৎসক এবং দুজন নার্স।

তিনি জানান, এখন পর্যন্ত সব মিলিয়ে ৬২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে আইইডিসিআর। এরমধ্যে করোনা ধরা পড়েছে এই ৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ জনের। করোনা নিশ্চিত এবং সন্দেহজনকভাবে আইসোলেশনে রাখা হয়েছে ৫১ জনকে। এছাড়া বিভিন্ন জায়গায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।

ফ্লোরা জানান, নতুন আক্রান্ত ছয় জনের মধ্যে তিন জন পুরুষ এবং তিন জন নারী। তাদের বয়স ২০-৩০ এর মধ্যে ১ জন। ৩০ থেকে ৪০ এর মধ্যে দুজন। ৪০ থেকে ৫০ এর মধ্যে একজন। ৬০ এর বেশি দুজন, যাদের একজন আবার ৭০ এর বেশি।

এদের মধ্যে দেশের বাইরে থেকে এসেছেন দুজন- ভারত এবং বাহরাইন থেকে। আর দুজনের মধ্যে করোনা ছাড়াও অন্য রোগ ছিলো।