বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে ৫৩জন: মোট ৪৮৯

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ ১১:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫২২ বার।

বগুড়ায় নতুন করে আরও ৫৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৫৩১জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান।  তবে এর মধ্যে ৪২জনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় মোট ৪৮৯জন এখন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। তবে এদের সবাই সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানান, সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ৬টি উপজেলায় ৫৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে আদমদিঘী উপজেলায় ০১ জনকে, শিবগঞ্জে ৩০জনকে,,দুপচাচিয়ায় ১১জন, ধুনটে ০১জনকে, সদরে ০৬জনকে এবং গাবতলীতে ০৪জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 
এর আগের দিন রোববার  বিকেল ৫টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৪৪৩জনকে রাখা হয়। 
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর বগুড়ায় গত ১১ মার্চ থেকে ২৩ মার্চ বিকেল পর্যন্ত সৌদি আরব, সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ইটালী, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা এবং প্রতিবেশী দেশ ভারত ফেরত ৪৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।তবে এদের সবাই সুস্থ্য আছে বলে জানিয়েছে বগুড়া স্বাস্থ্য বিভাগ। 
ডাঃ মোস্তাফিজুর রহমান আরও জানান, বগুড়ায় ৪৮৯ জনের মধ্যে সারিয়াকান্দিতে ১৫জন, সোনাতলায় ১২জন, শিবগঞ্জে ১৪২, আদমদিঘীতে ৫২জন, কাহালুতে ২৬জন, নন্দীগ্রামে ৩৮জন, শেরপুরে ০৪জন, ধুনটে ১৭জন, সদরে ৩০জন, গাবতলীতে ৪৩জন, দুপচাচিয়ায় ৯৯জন এবং শাহজাহানপুরে ১৮জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।