মঙ্গলবার থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে সেনাবাহিনী

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ ১২:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের ৬৪ জেলায় প্রশাসনের তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে সেনাবাহিনী। সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব এ সিদ্ধান্তের কথা জানান। 

তিনি এ সময় করোনা সংকট মোকাবিলায় সরকারেরর ১০টি নির্দেশনা তুলে ধরেন। খবর দেশ রুপান্তর

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত দেশের সব জেলায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সামাজিক দূরত্ব নিশ্চিত এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয় সহায়তা চাইতে পারবেন। সেনাবাহিনী জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

এ ছাড়া ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানান তিনি। এর ফলে ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও নিয়মিত ছুটি মিলিয়ে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের জন্য সব সরকারি-বেসরকারি অফিস ছুটিতে যাচ্ছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন।