বগুড়ায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ ১২:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৪ বার।

বগুড়ার আদমদীঘিতে সরকারি ভাবে নিষিদ্ধ বিপুল পরিমাণ আফ্রিকার রাক্ষসী  মাগুর মাছ জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা মৎস্য অফিসের একটি টিম তালশন পালপাড়ায় অবস্থিত শাহ মৎস্য হ্যাচারির মালিক ইমরুলের জলাশয় থেকে প্রায় দেড় মন ওজনের আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছেন। 
জানাযায়, সরকারী ভাবে আফ্রিকান মাগুর মাছ উৎপাদন সংরক্ষন ও বাজাজাতকরণ নিষিদ্ধ থাকলেও আদমদীঘি উপজেলার কয়েকটি হ্যাচারিতে গোপনে রাক্ষুসি এই আফ্রিকান মাগুর মাছ উৎপাদন, সংরক্ষন ও বাজারজাত করে আসছিল। সোমবার বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল গোপন সংবাদের ভিক্তিতে তালশন পালপাড়া শাহ হ্যাচারিতে অভিযান চালায়। এমসয় হ্যাচারি মালিক ইমরুলকে না পেয়ে তার জলাশয়ে জাল নামিয়ে চাষ করা দেড় মন আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন। পরে জব্দ করা মাছ গুলো মাটিতে পুতে ফেলা হয়েছে। আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কমৃকর্তা বিষয়টি নিশ্চিত করেন।