‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়’

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৬ বার।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবাইকে ঘরে থাকার আহ্বান জানাতে বাংলাদেশের জনপ্রিয় কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র অমর পঙ্‌ক্তি স্মরণ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়ক নিজের ভেরিফাইড ফেইসবুকে লিখেছেন, ‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়...।’

হেলাল হাফিজ ১৯৬৯ সালের গণ-আন্দোলনের প্রেক্ষাপটে লিখেছিলেন ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’। তখন জাতি ছিল স্বাধীনতা-উন্মুখ, দেশ ছিল টালমাটাল।

প্রেসক্লাবে আড্ডা দিয়ে দিয়ে জীবন পার করছিলেন যে তরুণ, সেই তিনি এক কবিতা দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে রীতিমতো তারকা বনে যান। উত্তাল উনসত্তরের অগ্নিঝরা সময়ে ওই কবিতা লেখার পর কবির জীবনটাই বদলে যায়।

বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ের কান্ডারি মাশরাফী মানুষকে ভালো রাখতে তার কাছেই যেন এবার হাত পেতেছেন। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘নিরাপদে থাকুন, ঘরে থাকুন।’