করোনা: হাসপাতালের জন্য স্টেডিয়াম দিয়ে দিচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ ১৩:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

করোনাভাইরাস মোকাবিলায় ব্রাজিলের শীর্ষ ফুটবল ক্লাবগুলো তাদের স্টেডিয়াম দিয়ে দিচ্ছে সরকারকে। মাঠগুলোকে অস্থায়ী হাসপাতাল এবং ক্লিনিকে পরিণত করা হচ্ছে।

আলজাজিরা জানায়, সোমবার সকাল পর্যন্ত ব্রাজিলে এক হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৫ জন।

এমন পরিস্থিতিতে জনসমাগম এড়াতে সব ধরনের খেলা বন্ধ হয়ে গেছে দেশটিতে।  ফুটবল ক্লাবের সব কার্যক্রমও স্থগিত হয়ে পড়েছে। জনশূন্য হয়ে পড়েছে স্টেডিয়ামগুলোও।

ফলে ব্রাজিলের শীর্ষ ১০টি বেশি ক্লাব তাদের স্টেডিয়াম দিয়ে দিচ্ছে সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষকে।

জনবহুল শহর সাও পাওলো এবং রিও ডি জেনেরিও এই মুহূর্তে হাসপাতাল সংকটে পড়েছে। সাও পাওলো কর্তৃপক্ষ জানায়, পাকাইম্বু মিউনিসিপ্যাল স্টেডিয়ামকে ২০০ শয্যার ফিল্ড হাসপাতালে রূপান্তর করা হচ্ছে। 

কোরিন্থিয়ান্স পওলিস্তা ক্লাব জানায়, করোনা মোকাবিলায় কর্তৃপক্ষ চাইলে তাদের স্টেডিয়াম এবং প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে নিতে পারে।

ব্রাজিলের নামকরা ক্লাব সান্তোস ঘোষণা দিয়েছে, তাদের ভিলা বেলমিরো স্টেডিয়ামের ভেতরে একটি অস্থায়ী ক্লিনিক স্থাপন করা হবে।

এদিকে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় ধারণা করছে, এপ্রিল থেকে জুনের মধ্যে সর্বোচ্চ পরিমাণ করোনা আক্রান্ত রোগী থাকবে তাদের দেশে। এপ্রিলের শেষের দিকে ২১০ মিলিয়নের মানুষের দেশটিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।