বগুড়ায় ২৪ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ৮২: মোট ৫৫৪

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ ১১:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

বগুড়ায় নতুন করে আরও ৮২জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৬১৩জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান।  তবে এর মধ্যে ৫৯জনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় মোট ৫৫৪জন এখন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। তবে এদের সবাই সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।


তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ১০টি উপজেলায় ৮২জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে আদমদিঘী উপজেলায় ০৪ জনকে, শিবগঞ্জে ১০জনকে,,দুপচাচিয়ায় ১৪জন, সারিয়াকান্দিতে ০৭জনকে, কাহালুতে ০১জনকে, সোনাতলায় ০১জনকে,নন্দীগ্রামে ১৫জনকে, শাজাহানপুরে ০৮জনকে, শেরপুরে ২০জনকে এবং গাবতলীতে ০২জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 


এর আগের দিন সোমবার  বিকেল ৫টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৪৮৯জনকে রাখা হয়। 


গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর বগুড়ায় গত ১১ মার্চ থেকে ২৩ মার্চ বিকেল পর্যন্ত সৌদি আরব, সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ইটালী, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা এবং প্রতিবেশী দেশ ভারত ফেরত ৫৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


ডাঃ মোস্তাফিজুর রহমান আরও জানান, বগুড়ায় ৫৫৪ জনের মধ্যে সারিয়াকান্দিতে ২০জন, সোনাতলায় ১৩জন, শিবগঞ্জে ১৫২, আদমদিঘীতে ৪৮জন, কাহালুতে ২৭জন, নন্দীগ্রামে ৪৩জন, শেরপুরে ২১জন, ধুনটে ১৭জন, সদরে ২৯জন, গাবতলীতে ৪৫জন, দুপচাচিয়ায় ১১৩জন এবং শাহজাহানপুরে ২৬জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।