বড় কোম্পানিগুলোর কাছে ‘ভিক্ষা’ চাইলেন ওমর সানী

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ ১১:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৪ বার।

বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে চেয়েছেন আলিবাবা.কমের প্রতিষ্ঠাতা জ্যাকমা। বিদেশি কোম্পানিগুলো সাহায্যের হাত বাড়াতে চাইলেও দেশি কোম্পানিগুলোর তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বিষয়টি ইঙ্গিত করে জনপ্রিয় চিত্রনায়ক ওমরসানী সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা মোকাবিলায় বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোর কাছে সাহায্যের আবেদন জানালেন। খবর দেশ রুপান্তর 

ওমর সানী বলেন, ‘বাংলাদেশর যে সব বড় বড় কোম্পানি আছে বটবৃক্ষ, তাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ আপনাদের অনেক দিয়েছে আরও দিক দোয়া করি, এই ক্লান্তি লগ্নে আমাদের মতো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, বড় বড় কোম্পানির কাছে অনুরোধ এর ভিক্ষা চাই।’ বিদেশি কোম্পানিগুলোর সাহায্য করার বিষয়টি তুলে ধরে দেশীয় কোম্পানিগুলোর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওমর সানী। তিনি বলেন, ‘আলিবাবা কেন ক্রেডিট নিবে? ব্রিটিশ কোম্পানি কেন ক্রেডিট নিবে? সরকারকে সহযোগিতা করুন আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ সবাইকে এই গজব থেকে মুক্তি দিন।’