সাদমানে শুরু, সাকিবে শেষ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৮ ১১:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখলেন সাদমান ইসলাম। তারপর শেষ বিকেলে হাসল সাকিব আল হাসানের ব্যাট। দুজনের ব্যাটিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২৫৯ রান।

৯৪তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের টেস্ট ক্যাপ পরেন সাদমান। শুরু থেকে সাবলীল ছিলেন তিনি ব্যাট হাতে। বল দেখেশুনে খেলে গেছেন এই বাঁহাতি ওপেনার। অবশ্য সৌম্য সরকার তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। মুমিনুল হকও ছিলেন ব্যর্থ। তাদের হতাশার দিনে সাদমান হাফসেঞ্চুরি করেন। আর শেষ সেশনে সাকিবের স্বতঃস্ফূর্ত ব্যাটিংয়ে দারুণ একটা দিন কেটেছে বাংলাদেশের।

দিনের প্রথম ভাগ ছিল সাদমানের। ৩৬ রানে লাঞ্চে যাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় সেশনে করেন হাফসেঞ্চুরি। ১৪৭ বল খেলে ৪টি চারে পঞ্চাশ ছোঁন সাদমান। কিন্তু বিশুর স্পিনে ৭৬ রানে বিদায় নিতে হয় তাকে। তার ১৯৯ বলের লম্বা ইনিংস সাজানো ছিল ৬ চারে।

টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় বলে সাদমান বাউন্ডারিতে রানের খাতা খোলেন। সৌম্য অন্যপ্রান্তে ঝুঁকি নিয়ে খেলতে থাকেন। শেষ পর্যন্ত রোস্টন চেজের বলে দুর্বল শটে স্লিপে শাই হোপের ক্যাচ হন এই ওপেনার। ভাঙে ৪২ রানের উদ্বোধনী জুটি। ১৯ রানে বিদায় নেন সৌম্য।

মুমিনুল ক্রিজে নেমে গতিময় ব্যাটিং করতে থাকেন। কিন্তু রোচের শর্ট বলে পুল করতে গিয়ে লং অনে চেজের হাতে ক্যাচ তুলে দেন চট্টগ্রাম টেস্টের ম্যাচসেরা ক্রিকেটার। ৪৬ বলে ২ চারে ২৯ রান করেন মুমিনুল। সাদমানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে ফিরে যান তিনি। দ্বিতীয় সেশনের শুরুতে ব্যাট করতে নামেন মিঠুন। লম্বা কোনও ইনিংস খেলতে পারেননি, ২৯ রানে আউট হন। তার আগে সাদমানের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়েন তিনি।

মিঠুনকে ফিরিয়ে দেবেন্দ্র বিশু তার পরের ওভারে সাদমানকে থামান। এলবিডাব্লিউর শিকার হন বাঁহাতি ওপেনার।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৪ হাজার টেস্ট রানের মাইলফলক ছোঁয়ার ম্যাচে লম্বা ইনিংস খেলতে পারেননি মুশফিকুর রহিম। চা-বিরতির পর ১৪ রান করে শারমন লুইসের কাছে বোল্ড হন তিনি।

তারপর ক্রিজ অাঁকড়ে ধরে ছিলেন সাকিব ও মাহমুদউল্লাহ। বিকেলের শেষ দিকে ৯৮ বলে মাত্র ১টি চারে ২৪তম হাফসেঞ্চুরি পান সাকিব। জোমেল ওয়ারিকানের বলে ৩টি রান নিয়ে পঞ্চাশের ঘরে পৌঁছান তিনি। মাহমুদউল্লাহর সঙ্গে দিনের সর্বোচ্চ ৬৯ রানের অপরাজিত জুটিতে খেলা শেষ করেছেন অধিনায়ক। ৫৫ রানে অপরাজিত তিনি, আর ৩১ রানে খেলছিলেন মাহমুদউল্লাহ।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এদিন দুটি করে উইকেট নেন রোচ ও বিশু।