স্পেনে ঘরে ঘরে অনুসন্ধান, বিছানায় মিলছে বয়স্কদের লাশ

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ ১২:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৫ বার।

ঘরে ঘরে অনুসন্ধান চালিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে স্পেনের সেনা সদস্যরা। খবর বিবিসি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারেটি রোবলেস বলেন, ‘সেনাবাহিনী ঘরে ঘরে যাচ্ছে। কিছু বয়স্ক মানুষকে একেবারেই মুমূর্ষ অবস্থায় পাওয়া যাচ্ছে আবার বিছানাতেই মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে অনেককেই।’
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিছানায় উদ্ধারকৃত লাশগুলোকে সেভাবেই রেখে দেয়া হচ্ছ। শেষকৃত্য সম্পন্নকারী কর্মীরা এসে লাশের যথাযথভাবে সৎকার করবে।
ইউরোপে ইতালির পর সবচেয়ে সংক্রমিত হয়েছে স্পেনে। সোমবার একদিনেই দেশটিতে মারা গেছে ৪৬২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩১১ জনে। আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৩৬ জন।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৬৭৯ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ৯৮৫ জন।