বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবায় অনন্য উদ্যোগ!

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ ১২:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮৮ বার।

বগুড়ার ধুনট উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে আমরা ধুনটবাসী ও লাল ভালোবাসা সংগঠনের বিভিন্ন কার্যক্রম প্রশংসিত হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে তিনদিন ব্যাপী দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ, বাসা-বাড়ি, দোকান, অফিস ও গণপরিবহনে জীবানুনাশক স্প্রে, হাট-বাজারের নলক‚পে সাবান সংযুক্ত করণ, হ্যান্ডমাইকে পাড়ায় পাড়ায় চলছে সচেতনতামুলক প্রচারণা।

মঙ্গলবার ধুনট পৌর এলাকায় সংগঠনটির পক্ষ থেকে জীবানুনাশক স্প্রে ও সচেতনামুলক কার্যক্রম পরিচালনায় আমরা ধুনটবাসী’র সহসভাপতি নিলয় কুমার সরকার, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক আরেফিন বিল্লাহ বাদল, লাল ভালবাসা সংগঠনের সভাপতি আলম হাসানসহ প্রায় ৩০জন স্বেচ্ছাসেবক অংশ গ্রহন করে।

আমরা ধুনটবাসী সংগঠনের সভাপতি আঁখিনুর জামান বকুল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ধুনট উপজেলায় আমাদের সংগঠন বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছে। প্রয়োজনীয়তা অনুসারে সাধ্য অনুযায়ী আমরা স্বেচ্ছাসেবামুলক কার্যক্রম শেষ মুহুর্ত পর্যন্ত চলমান রাখবো।