পুলিশ সুপারদের ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

প্রবাসীদের অবস্থান জানতে এবার মোবাইল ফোন নম্বরসহ তালিকা পুলিশে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ ১৩:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭১ বার।

বিদেশ থেকে যারা ফিরেছেন তারা বাড়িতেই থাকছেন কি’না সেটি তদারকির জন্য পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। মোবাইল ফোন সম্বলিত নতুন তালিকা ধরে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতেও বলেছেন তিনি। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রতিটি জেলার পুলিশ সুপারদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেলা ৩টায় ওই ভিডিও কনফারেন্সে যুক্ত হন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এ সময় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস বিদেশ ফেরতদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়ে পুলিশ সুপারদের বলেন, ‘যারা বিদেশ থেকে ফিরেছেন তাদের এর আগে শুধু নামের তালিকা আপনাদের দেওয়া হয়েছিল। এবার আমরা তাদের মোবাইল ফোন নম্বরও যোগাড় করেছি। এখন মোবাইল নম্বরসহ নতুন তালিকা দু’একদিনের মধ্যে পাঠানো হবে। এর মাধ্যমে আপনারা তাদের অবস্থান সম্পর্কে মনিটর করতে পারবেন।’
ভিডিও কনফারেন্সে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জেলায় চিকিৎসকসহ চিকিৎসা সেবায় নিয়োজিতদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) স্বল্পতার কথা জানিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালের জন্য ১৫ হাজার পিপিইর প্রয়োজনীয়তার কথা জানান। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র দেওয়া হয়েছে বলেও তিনি প্রধানমন্ত্রীর মূখ্য সচিবকে অবহিত করেন। জবাবে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানান, সরকারের কাছে পর্যাপ্ত পিপিই আছে। সব জেলাতেই প্রয়োজন অনুযায়ী তা পাঠানে হবে। তবে তিনি একথাও বলেন যে, সবার কিন্তু পিপিই প্রয়োজন নেই। কেবল যারা করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত থাকবেন কেবল তাদেরই এটা প্রয়োজন।’