বগুড়া শহরে পথচারীদের জন্য বেসিনের ব্যবস্থা করলো র‍্যাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ ১৪:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪১ বার।

করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়ায় পথচারীদের জন্য হাত ধোয়ার কর্মসূচি গ্রহণ করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেলে র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানি শহরের ৪ টি পয়েন্টে বেসিন স্থাপন করেছে।  পয়েন্ট চারটি হলো, সাতমাথা,মাটিডালি বিমানমোড়, চারমাথা ও ঠনঠনিয়া বাস স্ট্যান্ড এলাকা।  সেখানে সার্বক্ষনিক পানি সরবারহ ও সাবান রাখা হয়েছে। 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে আমাদের জনসচেতনামূলক এই ব্যবস্থা। যে ৪ টি পয়েন্টে আমরা হাত ধোঁয়ার ব্যবস্থা করেছি এখানে বাহির থেকে জনসমাগম বেশি হয়। এছাড়াও যেকোন পরিস্থিতিতে কাজ করার জন্য র‍্যাব প্রস্তুত রয়েছে।