মধ্যরাত থেকে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন

এটা দেশবাসীকে রক্ষা করার জন্য: নরেন্দ্র মোদি

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ ১৫:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৪ বার।

মধ্যরাত থেকে দেশজুড়ে লকডাউন, এটা ভারতবাসীকে রক্ষা করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাট আটটায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এই কথা ঘোষণা করলেন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। গত বৃহস্পতিবার রাত আটটাতেও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। সেই সময় তিনি ‘জনতা কার্ফু'-র ডাক দেন রবিবার। সেই ১৪ ঘণ্টার কার্ফুর পর থেকে গোটা দেশেই প্রায় লকডাউন হয়েছিল। এদিন প্রধানমন্ত্রী জানিয়ে দেন, আজ রাত বারোটার পর থেকে গোটা দেশে সম্পূর্ণ লকডাউনে চলে যাবে।

নরেন্দ্র মোদি এই কদিন দেশবাসীর কাছে বাড়ীতে থাকার অনুরোধ জানান। তিনি বলেন, এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে প্রতিটি ভারতীয়, প্রতিটি পরিবারের জন্য।

তিনি আরও জানান, এর জন্য হয়তো দেশকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু দেশের মানুষের সুরক্ষার জন্য এটাই করণীয় বলে জানান তিন‌ি। এনডি টিভি