খালেদা জিয়ার মুক্তির আদেশ এবং আমার প্রত্যাশা

ড. এম হাছানাত আলী
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ ০৯:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬১৬ বার।

দুই বছরের বেশি সময় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই মুক্তি নিয়ে কোন প্রকার অপরাজনীতি না করার জন্য সবার প্রতি অনুরোধ করছি।

সরকারে’র এধরণের মানবিক সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশে সুস্থ ও সহনশীল রাজনীতির সূচনা হোক। প্রতিহিংসার রাজনীতি দেশ থেকে চিরতরে বিদায় নিক। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। ভাল কাজের জন্য প্রশংসা করা ও মন্দ কাজের গঠনমূলক সমালোচনা করার মত পরিবেশ দেশে সৃষ্টি হোক, এই প্রত্যাশা করছি।

এ ধরনের মানবিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সরকার’কে ধন্যবাদ জানাচ্ছি। সরকার ভবিষ্যতেও বেগম খালেদা জিয়া সহ দেশবাসির গণতান্ত্রিক আশা-আকাংখার প্রতি মানবিক থাকবেন বলে আশা করছি।

লেখক : অধ্যাপক, আইবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়