দপ্তরের খরচে সাংবাদিক-পুলিশকে পিপিই দেবেন হাইকোর্ট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ ০৯:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০২ বার।

যেসব সাংবাদিক, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা করোনা সংক্রমণ মোকাবিলায় নিজেদের উৎসর্গ করেছেন তাদের নিরাপত্তার লক্ষ্যে নিরাপদ পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম (পিপিই) দ্রুত স্ব স্ব দপ্তরের খরচে কিনে সরবরাহ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে সব ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মালিক পক্ষ নিজ নিজ খরচে তাদের সাংবাদিকদেরকে নিরাপদ পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করবেন বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।

বুধবার (২৫ মার্চ) হাইকোর্ট এ মন্তব্য জানান।

এদিকে দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হননি। তবে পুরোনো একজন রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর। তিনি একজন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

বুধবার (২৫ মার্চ) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।