প্রামাণ্য চিত্র ‘ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল’: ৩ এপ্রিল অনলাইনে মুক্তি পাচ্ছে

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ ১০:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০২ বার।

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতালনামে সম্প্রতি একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউটিউব চ্যানেলপ্রাকৃত টিভি’তে আগামী এপ্রিল শুক্রবার সকাল সোয়া ১০টায় প্রামাণ্য চলচ্চিত্রটির অনলাইন প্রিমিয়ার শুভমুক্তি অনুষ্ঠিত হবে

প্রামাণ্য চলচ্চিত্রটির নির্মাতা প্রাচ্য পলাশ জানান, চিকিৎসা সেবার যাবতীয় আয়োজন, সেবাগ্রহণ পদ্ধতি শিল্পীদের জন্য বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা প্রদানের বিষয়বস্তু নিয়েই প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ‘সমাজের শীর্ষে শিল্পীদের অবস্থান হওয়া উচিত হলেও আমাদের দেশে শিল্পীদের যথাযথ সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি প্রতি বছরই চিকিৎসার জন্য শিল্পীদের হাত পেতে ভিক্ষা চায়তে হয় তাই ব্যাপারে ল্যাব ওয়ান মেডিকেলের দেখানো পথ ধরে বাংলাদেশের প্রতিটি হাসপাতাল এগিয়ে এলে সভ্যতার মানদণ্ডে  জাতি আরও একধাপ অগ্রসর হতে পারবে বলে আমরা মনে করি।’

বারো মিনিট দৈর্ঘ্যরে প্রামাণ্য চলচ্চিত্রটিতে  হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিষ্ট নবীন জন মডেল অংশগ্রহন করেছেন    

প্রামাণ চলচ্চিত্রটির অনলাইন প্রিমিয়ার সময়মতো দেখতে https://www.youtube.com/watch?v=xfX9oqO22H8&list=PLq-A9ZYR8wMtPm0fjB5kqrpX8fKh2JY4- এই লিংকটি ব্রাউজ করে রিমাইন্ডার বাটনে ক্লিক করে রাখতে পারেন আগামী এপ্রিল শুক্রবার সকাল সোয়া ১০টার পর থেকে বিশ্বের যে কোন প্রান্ত থেকে লিংকটি ব্রাউজ করেও মহতি প্রামাণ্য চলচ্চিত্রটি দেখা যাবে