বগুড়াকে জীবাণু মুক্ত করতে মাঠে নেমেছে পুলিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ ১০:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০৯ বার।

বগুড়া জেলাকে জীবাণু মুক্ত করতে মাঠে নেমেছে পুলিশ। তারই অংশ হিসেবে বুধবার দুপুরে পুলিশের জল কামান থেকে জীবাণুনাশক মিশ্রিত পানি শহরজুড়ে ছিটানো হয়েছে। বেলা ৩টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় জীবাণু মুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সাংবাদিকদের বলন, ‘আমাদের এ কার্যক্রম পর্যায়ক্রমে অন্য ১১টি উপজেলাতেও চলবে।’
বগুড়ায় পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পুলিশের জলকামানের ধারণ ক্ষমতা সাড়ে ৬ হাজার লিটার। যতবার প্রয়োজন হবে তারা ততবার জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটাবেন। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের পুলিশ বাহিনীকে সুরক্ষিত রাখারও উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার মাস্ক এবং সাড়ে ৪ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।