বগুড়ায় ২৪ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ১১৪: মোট ৬৪২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ ১১:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৭ বার।

বগুড়ায় নতুন করে আরও ১১৪জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৭২৭জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান।  তবে এর মধ্যে ৮৫জনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় মোট ৬৪২জন এখন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। তবে এদের সবাই সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।


তিনি জানান, বুধবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ০৯টি উপজেলায় ১১৪জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে সোনাতলা উপজেলায় ০৪ জনকে, শিবগঞ্জে ০৭জনকে,,দুপচাচিয়ায় ১৩জন, ধুনটে ১১জনকে, কাহালুতে ৩৬জনকে, নন্দীগ্রামে ০৫জনকে, শাজাহানপুরে ০৯জনকে, শেরপুরে ১১জনকে এবং গাবতলীতে ১৮জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 
এর আগের দিন মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৫৫৪জনকে রাখা হয়। 


গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর বগুড়ায় গত ১১ মার্চ থেকে ২৪ মার্চ বিকেল পর্যন্ত সৌদি আরব, সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ইটালী, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা এবং প্রতিবেশী দেশ ভারত ফেরত ৬৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


ডাঃ মোস্তাফিজুর রহমান আরও জানান, বগুড়ায় ৬৪২ জনের মধ্যে সারিয়াকান্দিতে ১৩জন, সোনাতলায় ১৬জন, শিবগঞ্জে ১৫৯, আদমদিঘীতে ৩৯জন, কাহালুতে ৬৩জন, নন্দীগ্রামে ৪৮জন, শেরপুরে ৩২জন, ধুনটে ২৮জন, সদরে ২৯জন, গাবতলীতে ৬৩জন, দুপচাচিয়ায় ১১৭জন এবং শাহজাহানপুরে ৩৫জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।