সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার স্বাধীনতা দিবসের কর্মসূটি স্থগিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ ১৪:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০ বার।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার পক্ষ থেকে মাহন স্বাধীনতা দিবস ও জাতীয় গণহত্যা দিবসে শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করা হয়েছে। 
বুধবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না মোবাইল ফোনে জানান, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে এদিনে স্মরণ করছি। যদিও সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। তারপরও স্বাধীনতার জন্য যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। দেশে করোনা ভাইরাসের কারণে সকল কর্মসূচিই স্থগিত করা হয়েছে। সেই সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া সকল কর্মসূচি স্থগিত করেছে। দেশের এই পরিস্থিতিতেও আমরা সামাজিক যোগযোগের মাধ্যমে সাধারণ মানুষদেরকে সচেতন থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছি। সরকার যথেষ্ট সজাগ আছে। সরকারের ঐকান্তিক চেষ্টার মধ্যে দিয়ে আমরা সকল মোকাবেলায় আমরা সফল হবো।