ভারতজুড়ে নজিরবিহীন সতর্কতা: দূরত্ব বজায় রেখেই মন্ত্রিসভার বৈঠক করলেন মোদি

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ ১৪:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪ বার।

করোনাভাইরাস মোকাবেলায় দূরত্ব বজায় রাখার নিয়ম মেনেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভি জানিয়েছে, ভারতজুড়ে শুরু হওয়া ২১ দিনের লকডাউনের প্রথম দিন বুধবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে এ দৃশ্য দেখা যায়। নরেন্দ্র মোদির দিল্লির বাসভবনে বৈঠকের এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়।

যাতে দেখা যায়, মন্ত্রিসভার সদস্যরা একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসেছেন।

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য ভারতকে লকডাউন ঘোষণা করেন।

মোদি বলেছিলেন, তিনি নিজেও এই সামাজিক দূরত্ব মেনে চলবেন। প্রায় আধাঘণ্টার ভাষণে মোদি বলেন, ‘অনেকেই বলছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটা কেবল রোগীদের জন্য। এটা ভুল। সামাজিক দূরত্ব সকলের জন্য, এমন কী প্রধান‌মন্ত্রীর জন্যও।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০ ছাড়িয়েছে। করোনার সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা করছে প্রশাসন। কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুবরণ করেছেন ১১ জন।