দরিদ্র ভ্যানচালকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো আলোর প্রদীপ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ ১৬:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮ বার।

জয় হোক মানবতার এই অঙ্গীকারকে সামনে রেখে দরিদ্র জনগোষ্ঠীর করোনা সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক সাবান,জনসচেতনতায় লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মিনহাদুজ্জামান লীটন। সাথে ছিলেন পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম,কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,লেখক ইকবাল কবির লেমন,প্রেস ক্লাব সভাপতি মোশারফ হোসেন মজনু, আলোর প্রদীপ সংগঠনের সাবেক চেয়ারম্যান এম এম মেহেরুল সহ প্রমূখ (উল্লেখ্য আগতরা সামাজিক দুরত্বের অংশ হিসেবে শুধু কার্যক্রম উদ্বোধন করেন।পরবর্তীতে বাকি বিতরণ কার্যক্রম সাংগঠনিক স্বেচ্ছাসেবক দল পরিচালনা করে)। আলোর প্রদীপ সোনাতলা উপজেলাকে ৬ টি ভেন্যুতে বিভক্ত করে প্রতিটি ভেন্যুতে ৩ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৫০০ হ্যান্ড স্যানিটাইজার,১০০০ জীবাণুনাশক সাবান,জনচেতনতায় লিফলেট বিতরণ ও দরিদ্র ভ্যান চালকদের জীবানুনাশক ব্যাবহারের কৌশল শিখিয়ে দেয়।৬ টি ভেন্যুর মধ্যে ভেলুরপাড়া ভেন্যুতে আলোর প্রদীপ সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এম সামিউল ইসলাম এর নেতৃত্বে,সোনাতলা পৌর অংশ যুগ্ন-সাধারণ সম্পাদক ইমরান হোসেন সজিবের নেতৃত্বে,ঘোড়াপীর ভেন্যু কিশোর দলের আহ্ববায়ক রাকিবুল হাসান রুশাদ এর নেতৃত্বে,সোনাতলা বড় বাজার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক রকিবুল হাসান রোকনের নেতৃত্বে, আড়িয়াঘাট ও হরিখালি ভেন্যু সাবেক উপ চেয়ারম্যান বাবলা হোসেন এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক হিসেবে জনসচেতনতায় অংশ গ্রহন করে কোষাধ্যক্ষ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন হাসিব,আশিক,হানিফ,ইমন,লেমন,আহসান হাবিব রাকিব,জিলানি,সৌরভ,খাইরুল সহ প্রমুখ।