চীন থেকে মেডিকেল ইক্যুপমেন্টের দ্বিতীয় চালান আসছে বৃহস্পতিবার

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ ১৬:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৮ বার।

চীন থেকে আরও ২১ হাজার মেডিকেল ইক্যুপমেন্টের আসছে বৃহস্পতিবার। দশ হাজার টেস্টিং কিট, দশ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটারসহ মেডিকেল সরঞ্জামের দ্বিতীয় চালান এটি। খবর যুগান্তর অনলাইন

মঙ্গলবার ঢাকায় চীনা দূতাবাস জানায়, চীন সরকারের একটি বিশেষ বিমানে কোভিড-১৯ মোকাবেলার জন্য চিকিৎসার সরঞ্জাম এখানে আনা হবে। বিশ্বব্যাপী করেনাভাইরাসের মহামারী মোকাবেলায় প্রয়োজনবোধে চীন বন্ধুত্বের সহায়তা এবং মানবজাতির সুষ্ঠু বসবাস গড়ে তোলার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

চীন সম্প্রতি করোনাভাইরাস মোকাবেলার জন্য বাংলাদেশকে বিপুলসংখ্যক টেস্টিং কিটসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে দ্বিতীয় এ চালানটি আসছে। দেশটির কুনমিং থেকে আসছে এ চালান।