গ্রেফতার ২০

বগুড়ায় ওরসে বাধা দেওয়ায় পীরের অনুসারীরা ২ পুলিশ কর্মকর্তার হাত ভাঙ্গলো

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ ১৭:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮৯ বার।

বগুড়ায় মাজারে ওরস আয়োজনে বাধা দেওয়ায় মরহুম এক পীরের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলায় পুলিশের এক ইন্সপেক্টরসহ ২ কর্মকর্তার হাত ভেঙ্গে গেছে। বুধবার রাত ৯টার দিকে শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। 
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার এবং হামলায় জড়িত ২০জনকে গ্রেফতার করেছে। আহতরা হলেন- উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান ও অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জাহিদ। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল  কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান,প্রয়াত ভাষা সৈনিক গাজীউল হকের বাবা সিরাজুল হক ওরফে মোস্তা হুজুর একজন পীর হিসেবে পরিচিত ছিলেন। শহরের সুলতানগঞ্জ এলাকায় নিজ বাড়িতে তাঁর কবর রয়েছে। তার ওফাত বা মৃত্যু দিবস উপলক্ষে প্রতি বছর ২৫ মার্চ রাতে ওরস মাহফিলের আয়োজন করা হয়। ওই ওরসে বগুড়াসহ আশ-পাশের জেলাগুলো থেকে মরহুম সেই পীরের অনুসারীরা উপস্থিত থাকেন।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য সরকারিভাবে সব ধরনের সভা-সমাবেশ এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার রাতে শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় প্রয়াত ভাষা সৈনিক গাজীউল হকের বাড়িতে ওরসের আয়োজন করা হয়। খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান এবং অ্যাসিসটেন্ট সাব ইন্সপের জাহিদুল ইসলাম জাহিদ তাদেরকে সরকারি নিষেধাজ্ঞার কথা জানিয়ে ওরস আয়োজন বন্ধ করতে বলেন। এতে মরহুম সেই পীরের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশের ওই দুই কর্মকর্তাকে আটকিয়ে বেধড়ক পেটায়। এতে তাদের দু’জনেরই হাত ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ওই দুই কর্মকর্তাকে উদ্ধার করে। পরে হামলায় জড়িত থাকার অভিযোগে ২০জনকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ওই ঘটনায় এখনও মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।