বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ০৪:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৯ বার।

বগুড়ার শেরপুরে পৃথক দু’টি দূর্ঘটনায় মাইক্রোবাস চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪জন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে উপজেলার ছোনকা এলাকায় হতাহতের ওই ঘটনা ঘটে। নিহতরা হলো- কক্সবাজারের বাসিন্দা মাইক্রোবাস চালক মজিবর রহমান (৪৫) ও ছোনকা এলাকার আজর আলীর ছেলে আজগর আলী (৬৫)।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, প্রথম দূর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৫টায় ছোনকা এলাকায় মজুমদার অয়েল মিলের সামনে। সেখানে বগুড়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী বাঁশ বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রে-ড-৮১-০০৬৮) সংঘর্ষ ঘটে। এতে ৫জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  আহতদের উদ্ধারের মুহুর্তে প্রায় ৫০০ মিটার দূরে ট্রাক চাপায় আজগর আলী নিহত হন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন জানান, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে আহত ৫জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাইক্রোবাস চালক মজিবর রহমানের মৃত্যু হয়।