ক্রাইস্টচার্চে মসজিদে হামলা: সব অপরাধ স্বীকার করল অভিযুক্ত শ্বেতাঙ্গ সন্ত্রাসী

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ০৫:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭২ বার।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জন মুসল্লিকে হত্যার ঘটনায় অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত আসামি ব্রেন্টন ট্যারান্ট। খবর বিবিসি।

গত বছরের ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলা চালান খ্রিস্টান শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসী ব্রেন্টন। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেন ৫১ জনকে।

৫১ জনকে হত্যার পাশাপাশি আরও ৪০ জনকে হত্যাচেষ্টা এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয় ট্যারান্টের বিরুদ্ধে। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও এক বছরেরও বেশি সময় পর সব অপরাধ স্বীকার করেন ২৯ বছর বয়সী ব্রেন্টন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বর্তমানে লকডাউন রয়েছে নিউজিল্যান্ড। ফলে বৃহস্পতিবার আদালতে অল্পসংখ্যক মানুষের উপস্থিতিতে ক্রাইস্টচার্চের আদালতে ব্রেন্টন তার দোষ স্বীকার করেন।

হামলাকারী ব্রেন্টন ও তার আইনজীবীরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এ শুনানিতে অংশ নেন। শুনানিতে বিচারক ক্যামেরন ম্যানডার জানান, ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে আনা প্রত্যেকটি এবং সবগুলো অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ব্রেন্টনের বিরুদ্ধে আনা ৯২টি অভিযোগের শাস্তি ঘোষণা না হওয়া পর্যন্ত কারাগারেই থাকবেন তিনি।