স্বাধীনতা দিবসে মুশফিকের স্ট্যাটাস

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ০৫:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩ বার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে জনজীবন। এর প্রভাব পড়েছে বাংলাদেশের স্বাধীন হওয়ার ৪৯তম দিবসেও। তেমন কোনো উযাদপন নেই। কঠিন এই সময়ে দেশের জনগণকে রক্ষায় সৃষ্টিকর্তার সাহায্য কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটা মুশফিকুর রহিম।

স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিক লিখেন- “শুভ স্বাধীনতা দিবস, মাতৃভূমি। সর্বশক্তিমান আল্লাহ, এই কঠিন সময়ে আমাদের জাতির মঙ্গল করুণ।”

দীর্ঘ ২৩ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, চলেছিল গণহত্যা।

এই আক্রমণ বাংলাদেশের প্রতিরোধ যুদ্ধের পথ তৈরি করে দেয়; পাকিস্তানের শাসনের অবসান ঘটিয়ে ২৬ মার্চ স্বাধীন হয় বাংলাদেশ। জায়গা করে বিশ্ব মানচিত্রে। আর ক্রিকেট হয়ে উঠেছে বিশ্ব ময়দানে লাল-সবুজদের অন্যতম পরিচায়ক।