মোদির ‌'লকডাউন'কে স্বাগত জানালেন সোনিয়া

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ০৮:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮১ বার।

সারা ভারতে ২১ দিনের জন্যে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পদক্ষেপকে স্বাগত জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

এনডিটিভি জানায়, চিঠি দিয়ে সোনিয়া করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনকে ‘ভালো পদক্ষেপ’ বলে উল্লেখ করেন। আরও জানান, এই বিষয়ে সরকারকে সমর্থন করবে কংগ্রেস।

ওই ৪ পৃষ্ঠার চিঠিতে লেখেন, “কংগ্রেসের সভানেত্রী হিসেবে বলতে চাই, আমরা এই মহামারির সংক্রমণ রোধে কেন্দ্রীয় সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপকে সমর্থন করেছি এবং আমরা সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব।”

পাশাপাশি করোনা পরিস্থিতিতে দেশের বেহাল অর্থনীতিকে সামাল দিতে কিছু পদক্ষেপেরও পরামর্শ দেন তিনি।

সোনিয়া লেখেন, “এই চ্যালেঞ্জিং ও অনিশ্চিত সময়ে আমাদের প্রত্যেকেরই উচিত পক্ষপাতদুষ্ট স্বার্থের উর্ধ্বে উঠে দেশের এবং প্রকৃতপক্ষে মানবতার স্বার্থে নেওয়া পদক্ষেপকে সম্মান করা।”

এই পরামর্শও দেন যাতে এই সঙ্কটের সময় দেশের সমস্ত ব্যাংকগুলো যেন এএমআই দেওয়ার নির্দিষ্ট সময় কিছুটা পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করে এবং অন্তত নির্ধারিত সুদ মওকুফ করে।