করোনা: কান উৎসবের ভেন্যু এখন গৃহহীনদের আশ্রয়কেন্দ্র

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ০৯:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০ বার।

রেড কার্পেটে তারকাদের ঝলমলের উপস্থিতির কথা প্রথমে মাথায় আসে কান চলচ্চিত্র উৎসবের কথা ভাবলে। আসে বছর জুড়ে আলোচনায় থাকা ছবির কথাও। এবার সেই ভেন্যু খুলে দেওয়া হলো গৃহহীনদের জন্য।

ফ্রান্স টোয়েন্টিফোর ডটকম জানায়, করোনাজনিত লকডাউনের কারণে যে সব গৃহহীনের আশ্রয় নেওয়া কোনো জায়গা নেই, তাদের জন্য এই উদ্যোগ নিয়েছে কানের মেয়র।

১২-২৩ মে ফ্রেঞ্চ রিভেরা রিসোর্টে এই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে জুন পর্যন্ত স্থগিত করা হয়। এরপর শুক্রবার উৎসব হল খুলে দেওয়া হয় নিঃস্বদের জন্য।

কান টাউন হলের এক কর্মকর্তা জানান, এখানে প্রতি রাতে ৫০ থেকে ৭০ জন লোক থাকছে।

নয় দিন আগে করোনা মহামারির প্রেক্ষিতে ফ্রান্সের সব নাগরিকদের ঘরে থাকতে বলা হয়। কিন্তু দেশটিতে প্রায় ১২ হাজার গৃহহীন মানুষ রাস্তায় থাকেন। তাদের যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেই। তাই করোনা ঝুঁকির পড়েছেন তারা।

কান হলে ঢোকার মুখে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। সেখানে খাওয়া, গোসল ও বিনোদনের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।