চীনের ভালোবাসা আসছে পাহাড় ‘ডিঙিয়ে’

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ০৯:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫ বার।

করোনাভাইরাসের উৎপত্তির পর এ পর্যন্ত ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে চীনে। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৮৭ জনের। তারপরও প্রাথমিক ধকল সামলে চীন এখন বিভিন্ন দেশের দিকে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশও আসছে তাদের সাহায্য।

চীনা দূতাবাসের অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে জানান হয়, দেশটি থেকে দ্বিতীয় ধাপে পাঠানো করোনা মোকাবেলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রী বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তার সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সেই সামগ্রীর প্যাকেটে চীনা ও বাংলা ভাষায় লেখা রয়েছে, ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যমতে বাংলাদেশে এ পর্যন্ত ৩৯ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে মারা গেছেন ৫ জন।