লকডাউনে দুধ কিনতে বেরিয়ে পুলিশের লাঠির আঘাতে যুবকের মৃত্যু

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ১০:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৭ বার।

লকডাউনের মধ্যে রাস্তায় বের হয়ে পুলিশের লাঠির আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে এক ব্যক্তি মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, হাওড়ার সাঁকরাইলের বানিপুর এলাকায় বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

মৃতের নাম লালস্বামী। বয়স ৩২ বছর। তার স্ত্রীর দাবি, এদিন সন্ধ্যায় লালস্বামী দুধ কিনতে বের হন। তখন রাস্তায় জটলা সরাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। লাঠির আঘাতে লাল আহত হন বলে অভিযোগ।

সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ রাজ মুখোপাধ্যায় অবশ্য লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে টানা ২১ দিনের লকডাউন চলছে। সাধারণ মানুষ যাতে ঘর থেকে বের না হন, সেটি নিশ্চিত করতে কঠোর হয়েছে পুলিশ।