করোনা সংকটে টিস্যু রোল নিয়ে জুয়া, ভিডিও ভাইরাল

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ১০:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫২ বার।

করোনাভাইরাস আতঙ্কে টিস্যু পেপার নিয়ে দুনিয়াব্যাপী টানাটানি পড়ে গেছে। মুহূর্তেই খালি হয়ে যাচ্ছে সুপার শপের টিস্যু পেপারের তাক। অথচ এমন এক পরিস্থিতিতে টিস্যুর রোল দিয়েই জুয়া খেলায় মেতে উঠেছে লন্ডনের কিছু মানুষ। এমন ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

এক ভিডিওতে দেখা গেছে লন্ডনের এলথাম টেরেস ক্লাবে পোকার খেলার গুটি না থাকায় টয়লেট পেপারের রোলকেই গুটি হিসেবে ব্যবহার করছেন তারা। ইন্ডিয়ান এক্সপ্রেস

‘দ্য পোকার পেজ’ নামে একটি ফেসবুক পেজে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়। ৯০ লাখেরও বেশিবার সেই ভিডিওটি দেখা হয়।

এমন সংকটের মধ্যেও টিস্যু পেপারের এই ব্যবহার দেখে ক্ষুব্ধ নেট দুনিয়া। কেউ বলেন, ‘বুঝলাম এত টয়লেট টিস্যু কোথায় যায়!’ আবার কেউ বলেন, ‘সেখানে কারও মুখে মাস্ক নেই, হ্যান্ড স্যানিটাইজার নেই।’

এদিকে যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৪০ জনে।